মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কারাবন্দী চার নারীর জামিনের বিষয়ে আদেশ ২৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

চারটি হত্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আটক থাকা চার নারীর জামিনের বিষয়ে ২৬ জানুয়ারি আদেশের দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করে। এই চার নারী হলেন—সুমি আক্তার রেশমা, শাহনাজ বেগম, রাজিয়া সুলতানা ও রানী ওরফে নূপুর।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ওই চার নারীর বিনা বিচারে কারাবন্দী থাকার বিষয়টি আদালতের নজরে আনেন। এরপর গত বছরের ৩০ নভেম্বর হাই কোর্ট ওই চার নারীকে ১৬ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দেয়। একই সঙ্গে তাদের কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। ২০০৮ সালের একটি হত্যার ঘটনায় রাজধানীর শ্যামপুর থানার মামলায় ২০০৯ সালের ১৫ জানুয়ারি গ্রেফতার হন নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জের আশরাফ আলীর মেয়ে সুমি আক্তার রেশমা। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদি গ্রামের আলম খালাসীর মেয়ে শাহনাজ বেগম ২০০৮ সাল থেকে কারাগারে। ঢাকার দোহার থানার একটি হত্যা মামলায় ওই বছরের ১৬ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। তুরাগ থানার একটি হত্যা মামলায় ২০০৯ সালের ২১ মে গ্রেফতার হন গাজীপুরের টঙ্গী থানার বেদেবহর এলাকার উকুল উদ্দিনের মেয়ে রাজিয়া সুলতানা। মামলাটি ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন। রানী ওরফে নূপুর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বোরকা নতুন বাজার গ্রামের চান মিয়ার মেয়ে।

সর্বশেষ খবর