শিরোনাম
মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভুলেভরা পাঠ্যবই বাতিল দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ভুলেভরা ও সাম্প্রদায়িক পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে বিতরণের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মিছিলটি শিক্ষাভবনের সামনে এলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনটির নেতা-কর্মীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ বিক্ষোভ সমাবেশ করে দলটি। ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় অন্যরা বক্তব্য দেন সমাবেশে। শিক্ষাভবনের সামনের সমাবেশে বক্তৃতাকালে সৈকত মল্লিক বলেন, শিক্ষামন্ত্রী তার ব্যর্থতার গ্লানি ঢাকতে আঠাতত্ত্ব দিয়ে বেড়াচ্ছেন। দেশের শিক্ষাকে বাঁচাতে হলে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল বলেন, পাঠ্যপুস্তককে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনার পরিপন্থী কথাবার্তা আছে। অন্য বক্তারা বলেন, ভুলেভরা বই দিয়ে একটি মহল কোমলমতি শিশুদের মাঝে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ঢুকিয়ে দিচ্ছে। সমাবেশ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবি জানানো হয়। এসব দাবির মধ্যে রয়েছে— দায়ী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, ভুলেভরা পাঠ্যপুস্তক বাতিল ও দেশের বই দেশেই ছাপানো ইত্যাদি।

সর্বশেষ খবর