মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘পাঠ্যবই নিয়ে ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

স্কুলের পাঠ্যবই নিয়ে নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামী জনতার আন্দোলনের মুখে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই থেকে নাস্তিকদের কবিতা-গল্প বাদ দেওয়ায় তথাকথিত বুদ্ধিজীবী ও বামপন্থিদের যে গাত্রদাহ শুরু হয়েছে সে সম্পর্কে সরকার ও জনগণকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে ধর্মীয় চিন্তা-চেতনা বিরোধী কোনো পাঠ্যসূচি, পাঠক্রম ও শিক্ষানীতি বা আইন দেশবাসী মেনে নেবে না। বর্তমান সরকার জনগণের ধর্মীয় চেতনা ও মনোভাব বুঝতে পেরে পাঠ্যবইয়ে পরিবর্তন এনেছে এবং এরপূর্বে বাদ দেওয়া ইসলামী বিষয়গুলো পুনর্বহাল করেছে। অথচ সরকারকে বেকায়দায় ফেলার জন্য মুষ্টিমেয় নাস্তিক-মুরতাদ গোপন ষড়যন্ত্রের মাধ্যমে আগেও পাঠ্যবইয়ে ইসলামবিরোধী বিষয় সংযোজন ও ইসলামী বিষয়গুলো বাদ দিয়েছিল। তাদের চক্রান্ত ধরাপড়ার পর আবারও সরকারকে বৃহত্তর ইসলামী জনতার সমালোচনার মুখে ফেলার জন্য আস্ফাালন শুরু করেছে।

সর্বশেষ খবর