মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৯ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পীরেরবাগ ও পশ্চিম আগারগাঁওয়ের ৬০ ফুট রাস্তা এবং ফুটপাথ থেকে ৯ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি সূত্র জানায়, উচ্ছেদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ৮টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে। রাজধানীর বনানীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১, ১২ ও ১৩/এ নম্বর সড়কে ফুটপাথ ও রাস্তায় অবৈধভাবে ইট, পাথর, রড ও বালু রাখার অপরাধে ৫টি নির্মাণাধীন ভবনের নির্মাণ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়াও গুলশান-১ নম্বরে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্য, ফ্রিজে একই সঙ্গে বিভিন্ন খাবার হিমায়িত করে রাখার অপরাধে ফখরুদ্দিন রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা ও পূর্ণিমা রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর