বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উন্নয়নবঞ্চিত পাড়া গাঁ

ফারুক তাহের, চট্টগ্রাম

উন্নয়নবঞ্চিত পাড়া গাঁ

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও এই ওয়ার্ডের বেশিরভাগ মানুষই সুবিধা-অসুবিধা কী তা জানেন না। কারণ এই ওয়ার্ডের অনেক এলাকাই এখনো বিস্তীর্ণ পাড়া গাঁ। চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে উন্নয়নবঞ্চিত ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ফতেয়াবাদ ওয়ার্ড। নগরের মধ্যে এ যেন এক খণ্ড গ্রাম। যেখানে রয়েছে হাজার হাজার একর ফসলি জমি। রাস্তাঘাটের বেহাল দশা। ওয়াসার পানি নেই, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা। বিগত ২৫ বছরে এখানে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। বেশিরভাগ রাস্তা এখনো কাঁচা। ভবন নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। একদিকে হাটহাজারী অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন। ফলে আইনি ও প্রশাসনিক সহায়তা পেতে দ্বৈত প্রশাসনিক জটিলতায় পড়তে হয় জনগণকে। করপোরেশন এলাকায় বসবাস করা সত্ত্বেও এখানকার বাসিন্দারা এখনো ওয়াসার পাইপলাইনে পানি পাচ্ছেন না। এলাকার অর্ধেক বাড়িতে গ্যাস সংযোগ নেই। কিছু কিছু এলাকায় শিল্প কারখানার বর্জ্যে পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। নন্দীরহাটে একটি পেপার মিলের বিষাক্ত বর্জ্যে এলাকার একটি খাল প্রায় হারিয়ে যেতে বসেছে। প্রাকৃতিক মত্স্য প্রজননক্ষেত্র হালদা নদীর সঙ্গে সংযোগ স্থাপনকারী এই খালটি বর্তমানে ‘মরা ছড়া’ নামে পরিচিত।

জানতে চাইলে ওয়ার্ড যুবলীগ সভাপতি ও কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী বলেন, ‘রাস্তাঘাটের সমস্যা ছিল, এখন ধীরে ধীরে তা কমে আসছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর