বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ই-মেইলে অভিযোগ নেবে এনবিআর

——— নজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জানিয়েছেন, রাজস্ব আদায়ে হয়রানি বন্ধে করদাতাদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ জানাতে চলতি সপ্তাহে তিনটি ই-মেইল আইডি চালু করা হবে। এই ই-মেইলে আয়কর, ভ্যাট ও শুল্ক যে কোনো সমস্যার সমাধান পাওয়া যাবে। গতকাল রাজধানীর মহাখালী রাওয়া কনভেনশন সেন্টারে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন নজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আরও বক্তব্য দেন এনবিআর সদস্য সুলতান মাহমুদ, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক খন্দকার আমিনুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান, ঢাকা উত্তর ভ্যাটের কমিশনার মাসুদ সাদিক প্রমুখ।

সর্বশেষ খবর