বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রাম আদালতে আইনজীবীদের ভাঙচুর

জামিন না মঞ্জুরের জের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মানব পাচার আইনের মামলার আসামি আইনজীবী ও তার স্ত্রীকে জামিন না দেওয়ায় গতকাল আইনজীবীরা চট্টগ্রামের আদালতে নজিরবিহীন ভাঙচুর চালিয়েছেন। এ অবস্থায় একপর্যায়ে  আদালত আসামিদের জামিন দিয়েছে।

মানব পাচার আইনের মামলার আসামিরা হলেন অ্যাডভোকেট জামাল হোসেন (৪০) ও তার স্ত্রী ইয়াছমিন আক্তার (৩২)। জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাত্ হোসেন ভূঁইয়া আসামিদ্বয়ের জামিন নামঞ্জুর করলে বিক্ষোভে নামেন আইনজীবীরা। এ সময় তারা বিচারকের এজলাস এবং খাস কামরার জানালা ভাঙচুর করেন। এ ঘটনার ছবি তুলতে গেলে কয়েকজন আইনজীবী বাংলানিউজের সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট উজ্জ্বল কান্তি ধরকে লাঞ্ছিত করে ক্যামেরা কেড়ে নেন। পরে জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক মো. রাসেল ক্যামেরা উদ্ধার করে তা ফেরত দেন। এ অবস্থার একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শুনানির পর মহানগর হাকিম মাসুদ পারভেজ আসামিদ্বয়ের জামিন মঞ্জুর করেন।

আদালতের এক কর্মকর্তা বলেন, পতেঙ্গা থানার ফাইল শুনানি শেষ হওয়ার পর আইনজীবীদের বিশেষ অনুরোধে জামিনের আবেদনের ওপর শুনানি শুরু হয়। আসামির পক্ষে প্রায় দেড়শ আইনজীবী শুনানিতে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর