বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তেলের দাম না কমানোর সিদ্ধান্ত হয়নি : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জ্বালানি তেলের দাম না কমানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। জ্বালানি তেলে দাম কমছে না বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সচিবালয়ে বুধবার দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের দাম দুই ধাপে কমানোর কথা ছিল। সরকারের কাছে আমরা অনুমতির জন্য পাঠিয়েও ছিলাম। কিন্তু হঠাত্ সারা বিশ্বে তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বব্যাংক আভাস দিয়েছে আগামী বছরও তেলের দাম বাড়তে পারে। এ কারণে সরকার এ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে  কোনো  প্রাইস অ্যাডজাস্টমেন্টে (কমানোর মাধ্যমে মূল্য সমন্বয়) না যাওয়ার।

সর্বশেষ খবর