শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাদকে সয়লাব পূর্ব বাকলিয়া শিক্ষা-স্বাস্থ্যে পিছিয়ে

ফারুক তাহের, চট্টগ্রাম

মাদকে সয়লাব পূর্ব বাকলিয়া শিক্ষা-স্বাস্থ্যে পিছিয়ে

কর্ণফুলী নদীর কোলঘেঁষে অবস্থিত নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড। নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে থাকা ওয়ার্ডগুলোর এটি একটি। নীচু ও চরাঞ্চল এলাকা হওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতা লেগেই থাকে। ওয়ার্ডের পূর্বাংশে এখনো রয়েছে কাঁচা রাস্তা। সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশে মনে হয় নগরীর মধ্যে এক গাঁও। ফলে এই অংশের মানুষ এখনো নাগরিক সুবিধা থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত। পিছিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। জলাধার ভরাট করে ও আবাদি জমিতে বসতি গড়ে ওঠায় এখানে বর্জ্য ব্যবস্থাপনার দিকটিও বেশ উপেক্ষিত। পরিচিতি পেয়েছে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আখড়া হিসেবে। নিম্নআয়ের লোকসংখ্যা বেশি হওয়ায় বস্তি এলাকা হাফেজনগর, তক্তারপুল, ওয়াইজারপাড়া, বলিরহাট ও তুলাতলিতে মাদকসেবী ও ব্যবসায়ীদের জন্য মোক্ষম ক্ষেত্র। প্রতিদিনই মাদকসেবীর সংখ্যা বাড়ছে বলে জানান স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম।

এলাকাবাসীর অভিযোগ, পূর্ব বাকলিয়ায় নগরীর এলাকা হওয়া সত্ত্বেও নাগরিকসেবা থেকে বঞ্চিত। এছাড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনা এবং রাস্তা সম্প্রসারণের কাজ না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। ভালো কোনো হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্র না থাকায়  জরুরি ক্ষেত্রে প্রসূতি মায়ের স্বাস্থ্যঝুঁকি এখানে সবচেয়ে বেশি। অতীতে প্রয়োজনের তুলনায় বরাদ্দের স্বল্পতার কারণে পূর্ব বাকলিয়ায় দৃশ্যমান উন্নয়ন কম হয়েছে বলে স্বীকার করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব। আর বর্তমান কাউন্সিলর হারুনুর রশীদ বলেন, ‘কর্ণফুলী  থেকে  কালুরঘাট  সেতু পর্যন্ত বেড়িবাঁধ  না  হলে পূর্ববাকলিয়া ওয়ার্ডের অস্তিত্ব থাকবে না।

সর্বশেষ খবর