শিরোনাম
শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সায়েন্সল্যাব প্রাঙ্গণে খুদে বিজ্ঞানীদের মিলনমেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সায়েন্সল্যাব প্রাঙ্গণে খুদে বিজ্ঞানীদের মিলনমেলা

টেবিলের ওপর সাজানো ছোট ছোট প্লাস্টিকের পাত্র। এগুলো মাটি দিয়ে ভরা। পাশে রাখা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি। এসব ব্যবহার করে মাটি থেকে উৎপাদন করা হচ্ছে বিদ্যুৎ। আর সেই বিদ্যুৎ দিয়ে জ্বালানো হচ্ছে ছোট ছোট বাল্ব।

‘সয়েল এনার্জি’ নামের এ প্রকল্পটি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী মিফতাহুল জান্নাত, ওয়াস্তি ওয়াসি মোস্তাক ও মোস্তফা রাফিদের। খুদে বিজ্ঞানীদের এ রকম শতাধিক চমকপ্রদ আবিষ্কার নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বা সায়েন্সল্যাব প্রাঙ্গণে বসেছে বিজ্ঞানমেলা। গতকাল সকালে উদ্বোধনের পরই মেলার বিভিন্ন স্টল ঘিরে ছিল দর্শনাথী ও খুদে বিজ্ঞানীর ভিড়। যেখানে তারা নিজেদের আবিষ্কার সম্পর্কে নানা তথ্য তুলে ধরছেন। বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয়ে জ্ঞান বিনিময় করছেন অন্য খুদে বিজ্ঞানীদের সঙ্গে। ফলে পুরো প্রাঙ্গণ পরিণত হয় খুদে বিজ্ঞানীদের মিলনমেলায়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানের পথে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্ম অনেক আধুনিক। আমাদের সময়ে যা কল্পনা করতাম বর্তমান প্রজন্ম তা বাস্তবায়ন করে দেখাচ্ছে। তাদের চিন্তার সঙ্গে আমাদের চিন্তার সমন্বয় করতে হবে। আমাদের কাজ হবে তাদের বিজ্ঞানচর্চায় সহযোগিতা করা।’ মেলায় নটর ডেম, হলিক্রস, আইডিয়াল, ভিকারুননিসাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্বশিক্ষিত উদ্ভাবকরা ১৪৬টি প্রকল্প নিয়ে অংশ নিয়েছেন। চলবে আগামীকাল পর্যন্ত।

সর্বশেষ খবর