শিরোনাম
শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মতিঝিলে হকারমুক্ত ফুটপাথ

নিজস্ব প্রতিবেদক

মতিঝিলে হকারমুক্ত ফুটপাথ

রাজধানীর মতিঝিলে পঞ্চম দিনের মতো ফুটপাথ থেকে হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মতিঝিল শাপলা চত্বর থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে ব্যস্ততম মতিঝিল যানজটমুক্ত হয়ে পড়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন পথচারীরা। তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট বাসে উঠতে পেরেছেন বা গন্তব্যে গেছেন।

মতিঝিল সোনালী ব্যাংকে চাকরি করেন জাকির হোসেন। থাকেন পুরান ঢাকার গেন্ডারিয়ায়। তিনি বলেন, ‘প্রতিদিন বাসা থেকে বেরিয়ে অফিসে আসতেই ইত্তেফাক মোড়ে যানজটের মুখে পড়তে হয়। গাড়ির চাকা ঘোরে না। পরে বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটেই অফিসে আসতে হতো। একদিকে যানজট অন্যদিকে ফুটপাথে হকারদের উৎপাত। অফিস থেকে ফেরার সময় আরও কঠিন সমস্যায় পড়তে হতো। সব মিলিয়ে অস্থিরতার মধ্যে ছিলাম। কিন্তু গত কয়েক দিন ফুটপাথ থেকে হকারদের উচ্ছেদ করায় যানজটের যেমন ঝামেলা নেই তেমন ফুটপাথ দিয়ে নির্দ্বিধায় হাঁটতে পারছি।’ তিনি ডিএসসিসির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কথা হয় যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী ৮ নম্বর বাসের হেলপার মিলুর সঙ্গে। তিনি জানালেন, প্রায় প্রতিদিনই যাত্রাবাড়ী, সায়েদাবাদ, জয়কালী মন্দির পার হয়েই যানজটের মুখে পড়তে হতো। ৮-১০ মিনিটের মধ্যে যাত্রাবাড়ী থেকে জয়কালী মন্দির এলেও ইত্তেফাক মোড়, মতিঝিল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম, পল্টন পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যেত। অনেক যাত্রী দুর্বিষহ যন্ত্রণা সইতে না পেরে গাড়ি থেকে নেমে যেতেন। আবার অনেকে অসুস্থও হয়ে যেতেন। কিন্তু গত তিন-চার দিনে তাদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে না। যাত্রীরা সঠিক জায়গায় নামতে ও উঠতে পারছেন। রূপালী ব্যাংকের কর্মকর্তা খোকন বলছেন, হকার উচ্ছেদ সিটি করপোরেশনের একটি ভালো উদ্যোগ। কিন্তু মতিঝিলের ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করা হলেও বিভিন্ন রাস্তায় যত্রতত্র পার্কিংয়ের কারণে পথচারীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এমনকি গাড়ি চলাচলও বিঘ্নিত হচ্ছে। এদিকে কর্তৃপক্ষের খেয়াল করা উচিত।

সর্বশেষ খবর