শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আমদানি বিকল্প পণ্য উৎপাদনে যাচ্ছে বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক

আমদানি বিকল্প পণ্য উৎপাদনে যাচ্ছে বসুন্ধরা

বসুন্ধরা পাল্প অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের সঙ্গে ভ্যালমেট টেকনোলজিস ইনকরপোরেটেডের চুক্তি স্বাক্ষরের পর করমর্দন করছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও ভ্যালমেট টেকনোলজিস-এর ভাইস প্রেসিডেন্ট পেট্রি পাউক্কুনেন —বাংলাদেশ প্রতিদিন

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্যাকেজিং ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। ফলে আমদানি বিকল্প পেপার বোর্ড উৎপাদনের সক্ষমতা অর্জন করবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে গতকাল সন্ধ্যায় বসুন্ধরার ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে বসুন্ধরা পাল্প অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের সঙ্গে ফিনল্যান্ডভিত্তিক বিশ্বখ্যাত ভ্যালমেট টেকনোলজিস ইনক কোম্পানির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। অন্যদিকে ভ্যালমেটের পক্ষে স্বাক্ষর করেন ভাইস প্রেসিডেন্ট পেট্রি পাউক্কুনেন। স্বাক্ষর শেষে বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ চুক্তির ফলে দেশে আমদানি বিকল্প বোর্ড উৎপাদন করা সম্ভব হবে। ভ্যালমেট কেরানীগঞ্জে বসুন্ধরার বিশেষ অর্থনৈতিক জোনে বিশ্বের শীর্ষ পর্যায়ের দুটি উন্নতমানের মেশিন স্থাপন করবে। প্রতিদিন ওই দুটি মেশিন থেকে দুই হাজার টন বোর্ড উৎপাদন করা সম্ভব। ফলে আমরা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও তা রপ্তানি করতে পারব। আগামী ২৭ মাসের মধ্যে এই উৎপাদন কার্যক্রম শুরু হবে। এতে অন্তত ১০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।’

ভ্যালমেটের ভাইস প্রেসিডেন্ট পেট্রি পাউক্কুনেন সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশে বসুন্ধরা গ্রুপকে একমাত্র সম্ভাবনাময় কোম্পানি মনে করে এ চুক্তি করতে এসেছি। যে দুটি মেশিন স্থাপন করা হবে সেগুলো দেশের চাহিদার মেটানোর পাশাপাশি রপ্তানি সক্ষমতাও বাড়াবে। মেশিন দুটি জ্বালানি-সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তির, যার পণ্য মানের দিক থেকে থাকবে সর্বোচ্চ।’

সর্বশেষ খবর