শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শহীদ আসাদ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

শহীদ আসাদ দিবস আজ

আজ শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। সেদিন শহীদ আসাদের রক্তমাখা শার্ট ছুঁয়ে শপথ নেওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের নিপীড়ন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ছাত্র-জনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান হয়েছিল। তার আত্মদানেই সেদিন স্বৈরশাসক আইয়ুব খানের পতন ত্বরান্বিত করেছিল। আসাদ শহীদ হওয়ার পর আওয়ামী লীগের ৬ দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে সংঘটিত হয়েছিল ঊনসত্তরের গণঅভ্যুত্থান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর