শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অনাদায়ী দেখিয়ে ২৭ কোটি টাকার বিদ্যুৎ বিল আত্মসাৎ

সংসদীয় কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

অনাদায়ী দেখিয়ে ২৭ কোটি টাকার বিদ্যুৎ বিল আত্মসাৎ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ২৭ কোটি টাকার আবাসিক বিদ্যুৎ বিল জমা হয়নি সরকারি কোষাগারে। বিলের টাকা আত্মসাৎ করে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বছরের পর বছর এসব বিল অনাদায়ী দেখিয়ে আসছিলেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্টে অনিয়মের এ তথ্য তুলে ধরা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য উপস্থাপিত হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ২০০৮-২০০৯ অর্থবছরের হিসাব সম্পর্কিত নিরীক্ষা প্রতিবেদনে জানানো হয়, এ খাতে ২৬ কোটি ৯৮ লাখ ৭৫৫ টাকার অনিয়ম হয়েছে। কমিটি আগামী ১৪ দিনের মধ্যে আত্মসাত্কৃত টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে টাকা পরিশোধের প্রমাণপত্র অডিট অফিসে ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মো. আবদুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ, ডা. রুস্তম আলী ফরাজী বৈঠকে অংশ নেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর