শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিদেশে জিম্মি দেশে মুক্তিপণ আদায়, বিমানবন্দরের কর্মচারীসহ আটক ১৫

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে দীর্ঘদিন মুক্তিপণ আদায় করে আসছে আন্তর্জাতিক মানব পাচারকারী একটি চক্র। সম্প্রতি র‌্যাব-৩ অভিযান চালিয়ে বিমান বন্দরের কর্মচারীসহ এ চক্রের ১৫ সদস্যকে আটক করেছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় থাকা ১০ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া লিবিয়া থেকেও একজনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে র‌্যাব। আটক ব্যক্তিরা হলেন—সেলিমুজ্জামান, শহিদুল ইসলাম, মাসুম আহমেদ, আনোয়ারুল আজিম, আল আমিন, আমির হোসেন, কাওছার উদ্দিন, রাশেদ খান, রায়হান খান, সাইফুল ইসলাম ওরফে আলম, জাহিদ হোসেন ওরফে মঈনুল, এ এস এম মাহমুদুল হাসান ওরফে সুজন, জসীম উদ্দিন, রাসেল খান ও সাহিদা বেগম।

সর্বশেষ খবর