শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় গার্মেন্ট এক্সেসরিজ মেলা জমজমাট

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় গার্মেন্ট এক্সেসরিজ মেলা জমজমাট

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গার্মেন্টটেক প্রদর্শনী উদ্যোক্তাদের পদচারণায় গতকাল জমজমাট হয়ে ওঠে —বাংলাদেশ প্রতিদিন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গার্মেন্টটেক প্রদর্শনী উদ্যোক্তাদের পদচারণায় জমজমাট। গতকাল মেলায় গিয়ে দেখা গেছে, স্বয়ংক্রিয় আধুনিক গার্মেন্ট শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন মেশিনারিজ দেখছেন উদ্যোক্তারা। মেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দর্শনার্থী হিসেবে দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তারাই এসেছেন। তাদের পদভারে মুখরিত মেলা প্রাঙ্গণ নিয়ে সন্তুষ্ট সবাই। মেলায় তৈরি পোশাক শিল্পের জন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানের উৎপাদিত বাহারি রঙের সুতা, বোতাম, জল ছাপার সামগ্রী, মেশিন ও এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রদর্শনী প্রথম দিন থেকেই জমজমাট। ১৯ জানুয়ারি শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রদর্শনীতে পোশাক শিল্পের সহায়ক নতুন নতুন প্রযুক্তি, সরঞ্জাম ও কাঁচামাল নিয়ে অংশ নিয়েছে দেশ-বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান। আইসিসিবিতে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন— বিজিএপিএমইএ আয়োজিত গ্যাপেক্সপো-২০১৭’র কো-অর্গানাইজার হিসেবে কাজ করছে ভারতের এএসকে ট্রেড অ্যান্ড এক্সজিবিশন প্রাইভেট লিমিটেড এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল। আয়োজকরা জানিয়েছেন, এবার মেলায় দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠান নিয়ে মোট ৮টি হলে ৬০০টি স্টলসহ ৮০০টি বুথ রয়েছে। শিল্প মেলায় ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, জার্মানি, থাইল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকংসহ মোট ৩০টি দেশ অংশগ্রহণ করেছে। মেলায় অংশ গ্রহণকারীরা জানিয়েছেন, তারা গার্মেন্ট সেক্টরের ৩৫টি বিষয় নিয়ে কাজ করেন। তাদের পণ্য বর্তমানে চীনে রপ্তানি হচ্ছে। তাদের কয়েকটি পণ্য হচ্ছে, সুয়িং থ্রেড, ওভেন লেভেল, পলিব্যাগ, লক পলি, ব্যাকবোর্ড, মেটালমোটিভ, লেদারব্যাজ, গামটেপ, সাবলিমেশন প্রিন্ট, অফসেট প্রিন্ট, থার্মাল প্রিন্ট, রাবার প্যাচসহ বিভিন্ন সামগ্রী। মেলায় এসে দর্শনার্থীরা এসব ঘুরে ঘুরে দেখছেন। মেলায় ঘুরে দেখা গেছে, প্রত্যেক স্টলে কর্মীরা মেশিন চালাচ্ছেন। দর্শনার্থীদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে কাজ করে এসব মেশিন। মেশিনারিজ সাপ্লাইয়ার, ইমপোর্টার উদ্যোক্তাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন। স্বয়ংক্রিয় মেশিনে পোশাক প্যাকেটজাত করার অত্যাধুনিক যন্ত্র। চোখের নিমিষেই তৈরি পোশাক প্যাকেটজাত হচ্ছে। একজন অপারেটরের মাধ্যমে একটি কারখানার সব পোশাক প্যাকেটজাত করা সম্ভব। এখানে রয়েছে বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানের উৎপাদিত ফিনিশিং আয়রন। দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যে ফিনিশিং আয়রনের মাধ্যমে নিয়ন্ত্রিত তাপে কাজ করা সম্ভব। ফলে অপারেটরকে তাপ সহ্য করতে হবে না। মেলায় রয়েছে আন্তর্জাতিক মানের স্যুয়িং, নিটিং, এমব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডায়িং, ক্যাড/ক্যাম, প্রিন্টিং কাটিং, স্প্রেডিং মেশিনারিজ। এছাড়া ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ারে বিভিন্ন কোম্পানি প্রাকৃতিক ও কৃত্রিম সুতা এবং ওভেন ও নীট শিল্পের জন্য উভয়ের মিশ্রণের সর্বাধুনিক সংগ্রহ তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সামনে গার্মেন্ট শিল্পের জন্য প্রাকৃতিক এবং কৃত্রিম ফেব্রিকের নতুন এবং উদ্ভাবনীমূলক মিশ্রণ উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর গার্মেন্ট অ্যাক্সেসরিজ এবং মোড়কসহ সংশ্লিষ্ট পণ্যের বিস্তৃত সংগ্রহ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ গার্মেন্ট অ্যাক্সেসরিজ, মোড়কিকরণ এবং লেবেল, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইঙ্ক ইত্যাদিসহ সংশ্লিষ্ট মেশিনারিজও প্রদর্শন করা হচ্ছে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় যেতে পারবেন দর্শনার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর