শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ নরসিংদীর তিন সন্তানকে সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি

সাংবাদিকতায় অনন্য অবদান ও জাতীয় প্রেস ক্লাবের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ নরসিংদীর ৩ কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা ও প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। গতকাল দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম নারী নেত্রী হিসেবে ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নরসিংদীর সাংবাদিকতাসহ সামগ্রিক উন্নয়নের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সংবর্ধনা প্রাপ্ত সাংবাদিকরা হলেন, জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক নিবারণ রায়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক। অন্যদের মধ্যে যুগান্তরের বিশ্বজিৎ সাহা, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সঞ্জিত সাহা, কালের কণ্ঠের সুমন বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, প্রেস ক্লাবের ৬৪ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী নেত্রী এসেছে। তিনি তার এই বিজয়কে নরসিংদীবাসী তথা নরসিংদীর সাংবাদিকদের বিজয় বলে ঘোষণা করেন। এ বিজয় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয়। এখন থেকে নরসিংদী তথা মফস্বলের সাংবাদিকদের জন্যও জাতীয় প্রেস ক্লাবের দরজা খোলা থাকবে। তৃণমূল সাংবাদিকদের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সেতুবন্ধন তৈরি করা হবে। সাংবাদিকতার উন্নয়নে প্রশিক্ষণসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, নরসিংদীর উন্নয়নে সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, এ সংবর্ধনা একটি মাইলফলক হয়ে থাকবে। বিদায়ী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে নরসিংদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড করে গেছেন। তিনি নরসিংদীবাসীর কাছে কৃতজ্ঞ। অনুষ্ঠানের শুরুতে সব অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে তাদের প্রতি সম্মান জানানো হয়।

সর্বশেষ খবর