শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঘন কুয়াশায় বেড়েছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশায় বেড়েছে সবজির দাম

বাজার দর

ঘন কুয়াশার কারণে যানচলাচলে বিঘ্ন ঘটছে। সরবরাহ চেইন বাধাগ্রস্ত হওয়ায় রাজধানীতে বেড়েছে সবজির দাম। সব সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। এ ছাড়া রসুন ও ভোজ্য তেলের দামও বেড়েছে। রসুন কেজিতে ১০ টাকা বেড়ে গতকাল বিক্রি হয়েছে ১৫০ টাকায়। সয়াবিন তেল লিটারে ১ থেকে ২ টাকা বেড়েছে। কমেছে নতুন আলুর দাম। এ ছাড়া টমেটো ও কাঁচামরিচের দাম উঠানামা করছে গত দুইদিন ধরে। গতকাল রাজধানীর বনানী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজার ঘুরে আরও দেখা যায়, গত সপ্তাহে যে লাউ ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হয়েছে, গতকাল বিক্রি হয়েছে ৫০ টাকায়। বাঁধাকপি ৫ টাকা বেড়ে প্রতি পিস বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এ ছাড়া করল্লা ৫০, পটোল ৪০, বেগুন ৪০, কাঁচামরিচ ৬০ টাকায়, পেঁপে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গত সপ্তাহে যে টমেটো বিক্রি হয়েছে ২০ টাকা কেজিতে তা গতকাল ৩০ টাকায়, শসা ৪০ টাকায় এবং  প্রতি হালি লেবু ২০ টাকায় বিক্রি হচ্ছে। বনানী কাঁচাবাজারের বিক্রেতা মনু মিয়া বলেন, দাম সব সময় এক রকম থাকে না। শুক্রবার বাজারে এমনিতেই সবজিসহ সব কিছুর দাম কিছুটা বেড়ে যায়।

মাছ বাজারে দামের উত্তাপ এখন আর  নেই। চাষ ও দেশিসহ সব ধরনের মাছের দাম অনেকটা স্থিতিশীল। বিক্রেতারা জানান, প্রতি কেজি রুই (দেশি) ২৫০-৩৫০ টাকা, কাতল (দেশি) ২০০-৩০০ টাকায়, চাষের কৈ ২৫০-২৮০ টাকায়, পোয়া ৪০০-৫০০ টাকায়, মলা মাছ ৪০০-৪৫০ টাকায়, চেউয়া ৪০০-৪৫০ টাকায়, বাইন ৪৫০-৫৫০ টাকায়, ছোট ফলই ২৫০-৩৫০ টাকায়, পাবদা (ছোট) ৫০০-৬৫০ টাকায়, পুঁটি ১৮০-২২০ টাকায়, চিংড়ি ৫০০-৭০০ টাকায়, শিং মাছ ৫০০-৬৫০ টাকায়,  দেশি মাগুর ৭০০-৮০০ টাকায় কেজি দরে বিক্রি হয়েছে। আকারভেদে প্রতি জোড়া ইলিশ বিক্রি হয়েছে ১০০০-১৬০০ টাকায়। প্রতি কেজি দেশি পেঁয়াজ ২০-২২ টাকায় ও ভারতীয় পেঁয়াজ ১৮-২০ টাকায় বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগি কেজি ১৪০-১৫০ টাকায়, লেয়ার মুরগি ১৬৫-১৭০ টাকায়, গরুর মাংস ৪২০ টাকায় এবং খাসির মাংস ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। প্রতি কেজি মোটা চাল (বি-আর-২৮) ৩৮ টাকায়, স্বর্ণা ৩৬, মিনিকেট ৪৮-৫০ এবং নাজিরশাইল ৫২-৫৪ টাকায় বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর