শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের পুরস্কার প্রদান ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে গতকাল শেষ হলো রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

অনুষ্ঠানে ফিলিপাইনের মারসেইল সি কারিগার ‘পিটং কাবাং পালাই’, সেরা শিশুতোষ চলচ্চিত্র হিসেবে বাদল রহমান পুরস্কার পেয়েছে, ভারতের ববি সারমা বারুহের ‘সোনার বরণ পাখি’, ছবিটি দর্শকদের রায়ে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে, আজারবাইজানের মিরবালা সালিমলির ‘কিরমিজি বাগ’, চলচ্চিত্রটি সেরা ফিচার চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে, সেরা ফিচার চলচ্চিত্রে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের নাদের চৌধুরীর ‘লালচর’, নেদারল্যান্ডসের অ্যানি ক্রিস্টেন তিরারডটের ‘আইসল্যান্ডস অব দ্য মনকস’, পেয়েছে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার, প্রামাণ্যচিত্রে বিশেষ পুরস্কার পেয়েছে ইতালির মার্কো জুইনের ‘লা সেদিয়া ডি কার্টুনে’, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ইরানের আলি মারদোমির ‘দ্যা সেমেন্টারি ম্যান’। নারী চলচ্চিত্রকার বিভাগে সেরা ফিচার চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ইরানের ইদা পানাহানদেহের ‘নাহিদ’, ফিচার চলচ্চিত্রে বিশেষ পুরস্কার পেয়েছে তুরস্কের ইমিনে ইমেল বালচির ‘আনটিল আই লস মাই ব্রেথ’, সাইপ্রাসের মাইরসিনি আরিস্টোদাওয়ের ‘সিমেল’, পেয়েছে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার, স্বল্পদৈর্ঘ্য বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে নেপাল ও ইরানের দুই নির্মাতা ফাতেমে আহমাদি ও আসমিতা শিরিষের ‘চন্দ্র’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর