শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাসপোর্ট জালিয়াত চক্রেরদুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ ভুয়া পাসপোর্ট, সিলমোহরসহ ‘জালিয়াত চক্রের’ ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন—রবিউল হাসান প্রকাশ ওরফে রবিউল্লাহ ও আবু বক্কর সিদ্দিক। বৃহস্পতিবার বিকালে পুরাতন রায়ের বাজারের আখড়া মন্দিরসংলগ্ন একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল র‌্যাব-২ এর আগারগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১৬১টি পাসপোর্ট, ১২টি পাসপোর্টের আবেদন ফরম, বিভিন্ন নামের ৫২টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ব্যাংক এশিয়ার ৪২ পাতা ব্যাংক এশিয়া কর্তৃক প্রদত্ত পাসপোর্ট ফি পেমেন্ট রিসিভ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি ২ পাতা, ২৪ পাতা পুলিশ ছাড়পত্রের ফটোকপি ফরম, বহির্গমন কার্ডসহ ১০ লিখিত স্ট্যাম্প, ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন কর্মকর্তার ৮৭টি সিলমোহর, দুটি ল্যাপটপ ও মাধ্যমিক পরীক্ষার সনদের ১০টি মূল কপি উদ্ধার করা হয়েছে। তারা সাধারণ মানুষকে ভিসা দিয়ে বিদেশে নেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর