শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাসাসে বঞ্চিতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাংস্কৃতিক ফ্রন্ট জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের কেন্দ্রীয় (আংশিক) কমিটি  গঠন নিয়ে বঞ্চিতদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সংগঠনের সব গ্রুপকে কমিটিতে সমন্বয় না করায় এ নিয়ে ক্ষোভ-বিক্ষোভ বিরাজ করছে। পদবঞ্চিতদের অভিযোগ, কমিটিতে যোগ্যদের রাখা হয়নি। সিনিয়র-জুনিয়র পদমর্যাদা ঠিক করা হয়নি। কমিটি হয়েছে একপেশে।

কমিটি ঘোষণার একদিন পর গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এর বহির্প্রকাশ লক্ষ্য করা যায়। সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সংবাদ সম্মেলন চলাকালে ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে- তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে সংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী। এ সময় তারা ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধানসহ নানা স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদলের কয়েকজন নেতা তাদের বের করে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর