রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আজ হাই কোর্টে পাঠানো হচ্ছে রায়ের অনুলিপি

নারায়ণগঞ্জে ৭ খুন মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আজ হাই কোর্টে পাঠানো হচ্ছে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার রায়ের অনুলিপি। বৃহস্পতিবারই হাই কোর্টে অনুলিপি পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, ‘মামলার রায় ও নথিপত্র বৃহস্পতিবার পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি থাকলেও হাই কোর্টের নির্দেশনায় রবিবার (আজ) পাঠানো হবে।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘কেবল সাজার অংশটুকু পাঠ করেছেন বিজ্ঞ আদালত। রায়ের অফিসিয়াল কপি তৈরি হয়ে গেলে সেটি হাই কোর্টে অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আকারে পাঠানো হবে। এর পরপর সেটি প্রস্তুত করার প্রক্রিয়া দ্রুত যেন করা হয় সে জন্য পৃথকভাবে আবেদন করে আদালতের নজরে আনা যেতে পারে।’

আলোচিত সাত খুন মামলায় সোমবার ক্ষমতাসীন দলের নেতা ও সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। রায়ে ৩৫ আসামির মধ্যে বাকি সাতজনকে ১০ বছরের কারাদণ্ড এবং দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকে দ্রুত দণ্ড কার্যকরের দাবি করে আসছেন নিহতদের পরিবার ও বাদীপক্ষের আইনজীবীরা। রায় ঘোষণার পরপরই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছিলেন, ‘মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর