রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিশুদের যৌন হয়রানি প্রতিরোধের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মোবাইল প্রযুক্তির অপব্যবহার এবং সাইবার ক্রাইমের মাধ্যমে নারী ও শিশুদের যৌন হয়রানির প্রতিরোধ দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে ‘জাগো নারী’ নামে একটি সংগঠন। গতকাল বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাগো নারীর ডিরেক্টর (কমিউনিকেশন) ডিউক ইবনে আমিন বলেন, প্রযুক্তির আধুনিকায়ন, প্রশিক্ষিত-দক্ষ সচেতন ব্যবহারকারীর অভাবেই সাইবার ক্রাইমের প্রবণতা বাড়ছে। এ ছাড়া আইনের সঠিক প্রয়োগ ও বিচার না হওয়া, আইনের সীমাবদ্ধতা, আইন ও অপরাধ সম্পর্কে অজ্ঞতা সাইবার ক্রাইমের মূল কারণ বলে মনে করেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর