রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতি আজ সংসদে ভাষণ দেবেন

নিজস্ব প্রতিবেদক

দশম জাতীয় সংসদের ১৪তম ও শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৪টায়। সন্ধ্যা ৬টায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির ভাষণ উপলক্ষে এ দিন অধিবেশনে প্রধান বিচারপতিসহ দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরবেন বলে জানা গেছে। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে।

চলমান অধিবেশনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এমপি মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ হবে। গত ৩১ ডিসেম্বর বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগ সংসদ সদস্য লিটনকে।

সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। তবে এ অধিবেশন কয়দিন চলবে তা শুরু হওয়ার আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর