রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : বাণিজ্যমন্ত্রী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : বাণিজ্যমন্ত্রী

নেপালে রানার অটোমোবাইলস লিমিটেডের তৈরি মোটরসাইকেল রপ্তানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। বিজ্ঞপ্তি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আর বেসরকারি খাতই হচ্ছে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। বেসরকারি খাতের বিকাশে সহায়তার মাধ্যমে ২০২১ সালের মধ্যে আমাদের মোট রপ্তানি ৬০ মিলিয়ন (৬ কোটি) ডলার ছাড়িয়ে যাবে। রানার প্রথমবারের মতো নেপালে মোটরসাইকেল রপ্তানি করছে, যা অত্যন্ত গর্বের। এটি দেশের রপ্তানি ইতিহাসে এক নতুন মাইলফলক। তিনি গতকাল সকালে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস্ লিমিটেডের উৎপাদিত পণ্য মোটরসাইকেল নেপালে রপ্তানির শুভ সূচনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর