সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইউনূসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে প্রফেসর ইউনূস জাতিসংঘের টেকসই উন্নয়ন নিয়ে পরামর্শ দেন গুতেরেসকে। অপরদিকে গুতেরেস দারিদ্র্য বিমোচনে প্রফেসর ইউনূসের অসামান্য অবদানের জন্য তার ভূয়সী প্রশংসা করেন।

রাজধানীর ইউনূস সেন্টার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত রবিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণকারী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের সমর্থকদের সবাই জাতিসংঘের মহাসচিবের বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রফেসর ইউনূস ছাড়াও ছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ, ইউনিলিভারের প্রধান নির্বাহী পল পোলম্যান, কোরিয়ার রাষ্ট্রদূত ধো।

সর্বশেষ খবর