শিরোনাম
সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কে হচ্ছেন খুবির নতুন ভিসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন উপাচার্য (ভিসি) কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ইতিমধ্যে ভিসি পদে সম্ভাব্য চার জনের নাম শোনা গেছে। তবে বিধি অনুযায়ী খুবির আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এ পদে চূড়ান্ত অনুমোদন দেবেন। গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১১তম উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান চার বছরের দায়িত্বকাল শেষ করলে পদটি শূন্য হয়।

জানা যায়, ভিসি পদে সম্ভাব্য তালিকায় রয়েছেন খুবির সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক আজিজুল হক মাওলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা। এর মধ্যে অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান ও আনন্দ কুমার সাহা খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, ভিসি হিসেবে ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সুনামের সঙ্গে তার দায়িত্বকাল শেষ করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর