সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৫১ শতাংশ তামাকপণ্যে সচিত্র সতর্কবাণী নেই

তামাকবিরোধী জোটের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

৫১ শতাংশ তামাকপণ্যে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী অনুসরণ করা হয় না বলে তথ্য প্রকাশ করেছে ধূমপান বিরোধী কয়েকটি সংস্থা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে প্রজ্ঞা, ন্যাশনাল হার্ট  ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা এবং সীমান্তিক।

“তামাকপণ্যে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন বিষয়ক কমপ্লায়েন্স সার্ভে ফলাফল প্রকাশ ২০১৬” উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে গবেষণা ফলাফল উপস্থাপন করেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর হাসান শাহরিয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী মুহাম্মদ রূহুল কুদ্দুস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গ্রান্টস ম্যানেজার ডা. মাহফুজুল হক ভুঁঞা প্রমুখ। গবেষণা ফলাফলে দেখা গেছে আইন বাস্তবায়নের ৮ মাস পেরিয়ে গেলেও ৫১ শতাংশ তামাকপণ্যেই শতভাগ আইন মেনে সচিত্র সতর্কবাণী মুদ্রণ করা হয়নি। বিড়িতে ১০০ শতাংশ (৬০টি), জর্দায় ৯৬ দশমিক ৪ শতাংশ (৪৫৬টি), গুল-এ ৭৫ দশমিক ৮৬ শতাংশ (৪৪টি) এবং সিগারেটে ২০ দশমিক ৮৮ শতাংশ (১৮৫টি) ক্ষেত্রেই শতভাগ আইন মেনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন করা হয়নি। ৯২ শতাংশ তামাকপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সচিত্র সতর্কবাণী মুদ্রণ সংক্রান্ত শতভাগ কমপ্লায়েন্স অনুসরণ না করেই তামাকপণ্য বিক্রয় করছে। এতে বলা হয়, সার্বিকভাবে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের চিত্র হতাশাজনক। শতভাগ আইন মেনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের হার অর্ধেকেরও কম। স্বল্পদামি সিগারেট, বিড়ি, জর্দা ও গুল যেগুলো মূলত নিরক্ষর ও নিম্নআয়ের মানুষ বেশি ব্যবহার করে সেসব ক্ষেত্রে আইন প্রতিপালনের হার আরও বেশি হতাশাজনক।

সর্বশেষ খবর