সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাকা কলেজে ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির ১৯ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। গত শনিবার সন্ধ্যায় চাঁদাবাজিকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হন। পরে পুলিশ ক্যাম্পাসে অভিযান চালায়। অভিযানে উদ্ধার করা হয় বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র। এ সময় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। গতকাল বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ শাখার ১৯ নেতা-কর্মীকে বহিষ্কারের কথা জানানো হয়।

যাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে তারা হলেন—ঢাকা কলেজ শাখার আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজু, যুগ্ম-আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া শামীম, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ হৃদয়, সামাদ আজাদ জুলফিকার, হিরন ভূঁইয়া, সদস্য শাহরিয়ার রাশেদ, হাসানুজ্জামান মুন্না, রহমতুল্লাহ, রুবেল মণ্ডল, সাদ্দাম হোসেন। এ ছাড়া ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মাহমুদুর রহমান সৈকত, আবদুল আজিজ ফয়েজ, নাইম ইবনে আজাদ, তুহিন, জসিম উদ্দিন, মাইনুল ইসলাম, মিল্টন খন্দকার, রানা ও সুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ খবর