সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মঞ্চায়ন হলো ‘নারীগণ’

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চায়ন হলো ‘নারীগণ’

বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়ন হলো নাটকের দল পালাকালর প্রযোজিত নাটক ‘নারীগণ’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত নাটকের নির্দেশনায় ছিলেন আতাউর রহমান।

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার মাধ্যমে ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয় এ উপমহাদেশ। ষড়যন্ত্রের সাক্ষ্য পলাশীর যুদ্ধে পরাজয়ের পর নবাবকে নৃশংসভাবে হত্যার পর রাজপ্রাসাদের অন্তঃপুরে নারীমহলে ঘটেছিল হৃদয়বিদারক ঘটনা। নবাবের স্ত্রী, মা ও মাতামহ বন্দী হন ইংরেজদের হাতে। তারা শিকার হন নৃশংস হত্যাকাণ্ডের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ফারহানা মিঠু, তানিয়া হোসেন, দীপ্তা রক্ষিত লাভলী, জয়িতা মহলানবীশ, আরজুমান্দ আরা বকুল, উম্মে সালমা রিমু, তিথী দাশ সাথী, কাজী ফয়সল, গোপী নাথ বাগচী, মিরাজুল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ। অন্যদিকে একই সময়ে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর