মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভুট্টোসহ চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা

অন্যের হয়ে জেল খাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে টাকার বিনিময়ে অন্যজনের হয়ে জেলখাটার অভিযোগে চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। গতকাল দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ জানান, টাকার বিনিময়ে অন্যজনের হয়ে সাজা ভোগকারী রিপন আহমদ ভুট্টো ও প্রতারণামূলক এ কাজে তাকে সহযোগিতাকারী অ্যাডভোকেট শাহ আলম, মূল আসামি ইকবাল হোসেন বকুলের ভাই শামীম আহমদ ও ডিসি অফিসের দালাল লিয়াকত হোসেনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। মামলা নং-১৫। সম্প্রতি টাকার বিনিময়ে অন্যজনের হয়ে প্রক্সি দিয়ে জেল খাটার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আবদুল হান্নানকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে টাকার বিনিময়ে কারাবন্দী থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি রবিবার প্রতারণার মামলার নির্দেশ দেন।

প্রসঙ্গত, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউশা গ্রামের আলী আকবর সুমনকে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর রাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার রায় ২০১২ সালের ২০ জুন ঘোষণা করে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

চার্জশিটভুক্ত নয় আসামির তিনজনকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়। তারা হচ্ছেন— হাউশা গ্রামের মৃত মছকন্দর আলীর ছেলে দরাশ মিয়া, তার স্ত্রী রুজিনা বেগম, একই গ্রামের আবদুল মতিনের ছেলে ইকবাল হোসেন বকুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর