মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গাঁয়ের চিত্র চান্দগাঁওয়ে সংকটের শেষ নেই

ফারুক তাহের, চট্টগ্রাম

গাঁয়ের চিত্র চান্দগাঁওয়ে সংকটের শেষ নেই

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে এখনো গ্রামের চিত্র বিদ্যমান। নামের সঙ্গে যেমন ‘গাঁও’ শব্দটি রয়েছে, তেমনি এই ওয়ার্ডের পুরান চান্দগাঁও, শমসেরপাড়া, সরাইপাড়া, মাইজপাড়া, ডালিয়াপাড়া, শহীদপাড়া, নাথপাড়া, কাজির ঢেউরা, টেকবাজার, টেকবাজার পুল, বড়ুয়াপাড়া এখনো গ্রামই রয়েছে গেছে। ভাঙা রাস্তাঘাট, নিরাপদ পানির সংকট, জলাবদ্ধতার মতো সমস্যা এ এলাকাগুলোয় এখনো বিদ্যমান। তবে এই ওয়ার্ডে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মিনি বাংলাদেশ খ্যাত স্বাধীনতা কমপ্লেক্স, দক্ষিণ চট্টগ্রামের একমাত্র বাস টার্মিনাল বহদ্দারহাটের অবস্থান একে উজ্জ্বল করেছে। সরেজমিন জানা যায়, চান্দগাঁও আবাসিক ও বহদ্দারহাটের বাইরে প্রায় ১২ বর্গমাইলের এ ওয়ার্ডে সম্ভাবনা থাকা সত্ত্বেও সমস্যাই বেশি। প্রায় আড়াই লাখ অধিবাসীর এ ওয়ার্ড জলাবদ্ধতা, অনুন্নত রাস্তাঘাটের কারণে নানামাত্রিক নাগরিক সমস্যায় জর্জরিত। বর্ষা ও জোয়ারের পানিতে তলিয়ে যায় বেশির ভাগ এলাকা। এ সময় চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। এলাকার ডোমখাল, ব্রাহ্মণশাহী খাল, টেকবাজার খাল, বীর্জা খাল অবৈধ দখলদারিত্বের কারণে সরু হয়ে গেছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা কফিল উদ্দিন বলেন, বর্ষায় জলাতঙ্কে থাকতে হয়। জলাবদ্ধতায় অনেক সময় বাসা থেকে বের হওয়া যায় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর