মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গুলশান হামলায় স্বীকারোক্তি গান্ধীর

নিজস্ব প্রতিবেদক

গুলশান হামলায় স্বীকারোক্তি গান্ধীর

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। গতকাল ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মামলা তদন্ত কর্মকর্তা আসামির জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন। আসামি রিমান্ডে মামলার তদন্ত কর্মকর্তার কাছে আদালতে জবানবন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করেন। ১৩ জানুয়ারি রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ১৪ জানুয়ারি রাজিব গান্ধীকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর