শিরোনাম
মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টেলি খাতে আলাদা ভোক্তা আইন দাবি

নিজস্ব প্রতিবেদক

টেলিযোগাযোগ ভোক্তাদের জন্য আলাদা ভোক্তা আইন তৈরির দাবি জানিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মুঠোফোন শিল্পের সম্ভাবনা, গ্রাহক ভোগান্তি, অধিকার আদায় ও নিরাপত্তা নিশ্চিতকরণ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশও তুলে ধরে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, বর্তমানে শুধু মুঠোফোনের গ্রাহক সংখ্যা ১২ কোটি ১০ লাখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর