মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্যারেড কমান্ডার শামছুন্নাহার

নিজস্ব প্রতিবেদক

প্যারেড কমান্ডার শামছুন্নাহার

এবারও পুলিশ সপ্তাহের প্যারেড কমান্ডার ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার। প্রথম নারী হিসেবে গত বছর পুলিশ সপ্তাহে দক্ষতার সঙ্গে প্যারেড পরিচালনা করে ইতিহাস সৃষ্টি করেছিলেন পুলিশের এই কর্মকর্তা। এ ছাড়া একই অনুষ্ঠানে পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এই সর্বোচ্চ পদক তুলে দেন। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধন করার মধ্য দিয়ে শুরু হয় পুলিশ সপ্তাহ-২০১৭। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার শামছুন্নাহারের নেতৃত্বে প্যারেড অনুষ্ঠিত হয়। তার নেতৃত্বে সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সমন্বয়ে গঠিত ১০টি কন্টিনজেন্টের সহস াধিক সদস্য প্যারেডে অংশ নেন। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সালাম প্রদান করেন। পুলিশ সদর দফতর জানিয়েছে, চাঁদপুর জেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য শামছুন্নাহারকে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পদক পিপিএমের জন্য নির্বাচিত করা হয়। ২০১৫ সালে চাঁদপুরে পুলিশ সুপার পদে যোগ দেন শামছুন্নাহার। এর আগে তিনি দেশের বাইরে বাংলাদেশ পুলিশ বিভাগের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর