বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্যাকেজ ভ্যাট ১৫ ভাগই থাকছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীরা আন্দোলন করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এখনো নতুন ভ্যাট আইনে শতকরা ১৫ ভাগ বহাল রাখার পক্ষেই আছেন। তিনি বলেছেন, প্যাকেজ ভ্যাট ১৫ ভাগই বহাল থাকছে। তবে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের আগে তিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। আগামী অর্থবছরের বাজেটের আগেই ১৫ শতাংশ হার রেখে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এটা নিয়ে নিয়মিত কাজ করছে। ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আরও একবার বৈঠক করা হবে। এর আগে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অব ইউনাইটেড ন্যাশনস (ফাও) ঢাকায় নবনিযুক্ত ঢাকা প্রতিনিধি মিজ সুসান লরাইন লুটজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। অর্থমন্ত্রী বলেন, এনবিআর যথেষ্ট চেষ্টা করছে লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য।

সর্বশেষ খবর