বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

’৬৯ না এলে আমি তোফায়েল হতাম না

নিজস্ব প্রতিবেদক

১৯৬৯ সালে গণঅভ্যুত্থান না হলে আমি ‘তোফায়েল আহমেদ’ হতে পারতাম না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ’৬৯ এসেছিল বলেই মন্ত্রী হয়েছি। গতকাল উত্তরার ১১ নম্বর সেক্টরে শহীদ মতিউর রহমানের বাবার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, ’৬৯-এর কাছে আমি ঋণী। এই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল শহীদ মতিউর।  সেই মতিউর পরিবারের মাথা গোঁজার ঠাঁয় থাকবে না এটা হতে পারে না। এই অনুভব থেকেই শহীদ মতিউরের পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার চেষ্টা করি এবং প্রধানমন্ত্রীর সহায়তায় একটি প্লট আমরা তার পরিবারকে দিতে সক্ষম হয়েছি।

সর্বশেষ খবর