বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেওড়াপাড়া দখলমুক্ত হবে : আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার পীরবাগ সড়ক দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার পীরবাগ সড়কটি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজউক। অভিযান চালাচ্ছেন রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খন্দকার অলিউর রহমান। এ কাজে সহযোগিতা করছে উত্তর সিটি করপোরেশন। দুপুরের উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে এ ঘোষণা দেন মেয়র।

আনিসুল হক আরও বলেন, ৩০ বছর ধরে এসব সড়ক স্থানীয় নেতারা প্রভাব খাটিয়ে দখল করে রেখেছেন। রাজউকের এবারের অভিযানে অবৈধ স্থাপনাগুলো দখলমুক্ত করা হবে।

 মেয়র বলেন, অবৈধ স্থাপনায় রাস্তা কোথাও কোথাও ৫ ফুট, কোথাও ১০ ফুট হয়ে আছে। তিনি বলেন, দখলমুক্ত করে সড়কটি ৩০ ফুটের সড়ক করা হবে। ৩ কিলোমিটারের এ সড়কটি ৬০ ফুট সড়কের সঙ্গে মিলবে। সড়কের অর্ধেক স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। কেউ যদি তার অবস্থান থেকে সরতে না চান সে ক্ষেত্রে জোর করেই তাকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান উত্তরের নগরপিতা।

সর্বশেষ খবর