শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিটিসিএলের ১১ কর্মকর্তা কর্মচারীর দুর্দশা

পেনশন মিলছে না কষ্টে দিনযাপন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

তিন মেয়ে, এক ছেলে আর স্ত্রী নিয়ে আবদুস শহীদের ছয় সদস্যের সংসার।  চাকরি থেকে অবসর গ্রহণের পর রাজ্যের দুশ্চিন্তা ঘিরে ধরে শহীদকে। বাংলাদেশ টেলি-কমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলি-কমিউনিকেশন্স টেকনিশিয়ান (টিসিটি) পদ থেকে অবসর গ্রহণের প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও মিলছে না অবসরভাতা (পেনশন)। ফলে সংসার খরচ চালাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন আবদুস শহীদ। শুধু তিনিই নন, তার মতো বিটিসিএলের আরও ১০ কর্মকর্তা-কর্মচারী অবসর গ্রহণের পর পেনশন না পেয়ে কষ্টে দিনযাপন করছেন। বাংলাদেশ টেলি-কমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সিলেট অঞ্চলে বিভিন্ন পদে চাকরি করতেন তারা। চাকরি থেকে অবসর গ্রহণের পর তাদের কারও ক্ষেত্রে দেড় বছর, কারও ক্ষেত্রে এক বছর পেরিয়ে গেলেও পেনশন মিলছে না। ওই ১১ কর্মকর্তা-কর্মচারী হচ্ছেন—টেলি-কমিউনিকেশন্স টেকনিশিয়ান (টিসিটি) আবদুস শহীদ, সুদিপ্তা সিনহা, টেলিকমিউনিকেশন্স মিস্ত্রি (টিসিএম) আবদুর রহমান, মনির উদ্দিন, সোয়েব আহমদ, উপসহকারী প্রকৌশলী (এসএই) আবদুল্লাহ বিন আহমদ, সুধাময় দেব, আবদুল কাদের, তাজুল ইসলাম, সাব ইন্সপেক্টর কামাল মিয়া এবং মনিটর আবদুল মজিদ। বিটিসিএলের ম্যানেজিং ডিরেক্টরের অর্থছাড় অনুমোদনের জন্য এই ১১ কর্মকর্তা-কর্মচারীর পেনশন ফাইল আটকে আছে বলে ভুক্তভোগীদের দাবি। বিটিসিএল সিলেট টেলিযোগাযোগ অঞ্চলের জিএম প্রবাল কুমার শীল বলেন, এই ১১ কর্মকর্তা-কর্মচারীর পেনশন ফাইল নিয়মানুযায়ী সিলেট থেকে ঢাকায় সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর