শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খিলগাঁও তালতলা ও চৌধুরীপাড়া বেইলি রোডের চেয়েও ব্যস্ত

মানিক মুনতাসির

খিলগাঁও তালতলা ও চৌধুরীপাড়া বেইলি রোডের চেয়েও ব্যস্ত

আবাসিকের চরিত্র প্রায় হারিয়ে ফেলেছে খিলগাঁও। এ ব্লক, তালতলা, চৌধুরীপাড়া আর সি ব্লক রূপ নিয়েছে বাণিজ্যিক এলাকায়। প্রায় প্রতিটি বাড়ির নিচতলা, দোতলা এমনকি তিন, চার তলায়ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। খিলগাঁও রেলগেট থেকে তালতলা মার্কেট-চৌধুরীপাড়া হয়ে আবুল হোটেলগামী সড়কটি তো রীতিমতো বেইলি রোডের চেয়েও ব্যস্ত বাণিজ্যিক এলাকায় রূপ নিয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ রোডে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। উচ্চহারে ভাড়া নিয়ে রাস্তার দুই ধারের ভবনগুলোয় বিভিন্ন ধরনের খাবারের দোকান বসানো হয়েছে। ফুটপাথ এমনকি রাস্তার ওপর বসানো হয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান। এতে আবাসিকের চরিত্র পুরোপুরিই হারিয়ে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড এলাকা। এখানে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকায় ভিতরের রাস্তা দিয়েও অহরহ চলছে বিভিন্ন ধরনের যাত্রীবাহী বাস ও ভারী যানবহন। আর টেম্পো, সিএনজি, হিউম্যান হলার তো আছেই। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহনের হাইড্রোলিক হর্নের শব্দে আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের চাপে এ এলাকার বাসিন্দাদের অনেকেই আবাসিক ঠিকানা পরিবর্তন করে অন্যত্র চলে যাচ্ছেন বাধ্য হয়ে। সেই রাত-বিরাতে রাস্তাঘাট ও বাসাবাড়িতে চুরি, ছিনতাইয়ের শিকার হচ্ছেন এলাকাবাসী। এসব এলাকার মহল্লার ভিতর ও ফুটপাথেও বসানো হয়েছে স্থায়ী বাজার। খিলগাঁও রেলগেট-সংলগ্ন  বৃহৎ এলাকাজুড়ে মাছবাজার এবং রেলগেটের পূর্বপাশে বিশাল কাঁচাবাজার থাকা সত্ত্বেও রেলগেট থেকে গোড়ানগামী রাস্তা দখল করে বসানো হয়েছে মাছের বাজার। খিলগাঁও এ ব্লকের (তিলপাড়া) ৪, ৬, ৭, ১৭, ২১, ২২ নম্বর রোডের ড্রেনগুলো উন্মুক্ত দীর্ঘদিন ধরে। ফলে ড্রেনের পানি উপচে আসছে রাস্তায়। এত বড় এলাকায় খেলার মাঠ রয়েছে মাত্র ৪টি। এ ছাড়া খিলগাঁও রেলগেট-সংলগ্ন খিলগাঁও-বাসাবো খাল দখল করে গড়ে উঠেছে ফার্নিচার মার্কেট এবং বহুতল ভবন। খালের ওপর বসানো হয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা। এলাকাবাসী জানান, এ ওয়ার্ডে পার্ক নেই, কবরস্থানের সংকট ভয়াবহ। ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তার নির্বাচনী এলাকায় কিছু স্বার্থান্বেষী দোকানপাট বসিয়ে আর্থিক স্বার্থ হাসিল করছে। এতে এলাকার আবাসিক পরিবেশ নষ্ট হচ্ছে। কয়েক দিন আগেই এ ব্লকসহ পুরো এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রয়োজনে আরও অভিযান চালানো হবে এলাকাবাসী ও পরিবেশ রক্ষার স্বার্থে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর