শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুই দিনের মূল্য সংশোধনে দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

টানা ঊর্ধ্বমুখী লেনদেনের পর দুই দিনই দরপতন হয়েছে শেয়ারবাজার। গতকাল শেয়ারবাজারে অধিকাংশ শেয়ারের দর কমেছে। একই সঙ্গে দুই দিনে সূচক কমেছে ৯০ পয়েন্টের বেশি। সংশ্লিষ্টরা বলছেন একটানা দর বৃদ্ধিতে কিছুটা মূল্য সংশোধন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রথম তিন দিন সূচক ও লেনদেনে বড় ধরনের উল্লম্ফন হয়। এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০৮ পয়েন্টে পৌঁছায়। লেনদেন প্রায় দুই হাজার কোটি টাকায় পৌঁছে। গতকাল সূচক কমে ৫ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন নেমে এসেছে ১২০০ কোটি টাকায়। এদিন লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক, এসিআই, আরএসআরএম স্টিল, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার, যমুনা অয়েল, ইবনে সিনা ও সিটি ব্যাংক। আর বৃদ্ধির শীর্ষে ছিল  আইসিবি, ইবনে সিনা, এসিআই, সাইফ পাওয়ার, ফনিক্স ফাইনান্স, আরএসআরএম স্টিল, এসিআই ফরমুলেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফাইন ফুড ও পদ্মা অয়েল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর