শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাদকসেবী-সন্ত্রাসীদের উৎপাত শুলকবহরে

ফারুক তাহের, চট্টগ্রাম

মাদকসেবী-সন্ত্রাসীদের উৎপাত শুলকবহরে

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের অবস্থান নগরীর প্রাণকেন্দ্রে হলেও এখানে সমস্যার অন্ত নেই। নগরীর নিম্নাঞ্চল হওয়ায় ওয়ার্ডে এখনো প্রধান সমস্যা জলাবদ্ধতা। পাশাপাশি রয়েছে মাদকসেবী ও সন্ত্রাসীদের উৎপাত। নগরীর অন্যান্য এলাকার চেয়ে এখানে ভূমি জালিয়াতি ও সন্ত্রাসী কার্যকলাপ তুলনামূলক বেশি। বিগত সময়ে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে অনেকে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলেও সমস্যাগুলো রয়েই গেছে। এখনো বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নাকাল হন এই ওয়ার্ডের অধিবাসীরা। আর বছরজুড়ে যেখানে সেখানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এলাকার পানি নিষ্কাশনের খাল মির্জাখাল ও চশমাখাল বেদখল হয়ে নালায় পরিণত হয়েছে। প্রায় তিন বর্গমাইলের এ ওয়ার্ডে জনসংখ্যা তিন লক্ষাধিক। রয়েছে শিল্প ও বেশ কয়েকটি আবাসিক এলাকা। এর পাশাপাশি রয়েছে নিম্ন ও মধ্যবিত্তের বসবাসও।

সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডটির কিছু সড়কের পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। প্রধান সড়কে ফ্লাইওভার নির্মাণের কাজ চলায় তাতেও খানাখন্দ দেখা দিয়েছে। ফলে সড়কে যানজট নিত্য ঘটনায় পরিণত হয়েছে। রাস্তার উভয় পাশের ফুটপাথেও সংস্কার হয়নি বছর তিনেক ধরে। শহরের মূল কেন্দ্রে অবস্থান হলেও এ ওয়ার্ডে এখনো অন্তত ১০টি কাঁচা রাস্তা রয়েছে। এ ওয়ার্ডে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা অপ্রতুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর