শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শাক-সবজিতে ক্রেতার স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাক-সবজিতে ক্রেতার স্বস্তি

বাজার দর

চট্টগ্রামের কাঁচাবাজারগুলো এখন শীতের সবজিতে ভরপুর। মৌসুমি এসব শাক-সবজিতে স্বস্তি মিলছে ক্রেতার। নগরের প্রধান কাঁচাবাজার বহদ্দার হাট, রেয়াজুদ্দিন বাজার, কর্ণফুলী কাঁচাবাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। 

কাজীর দেউড়ি কাঁচাবাজারের ক্রেতা আবদুল্লাহ আল ফারুক বলেন, শীত মৌসুম উপলক্ষে কাঁচাবাজারগুলোর দাম মোটামুটি হাতের নাগালে। কিন্তু মৌসুম শেষ হওয়ার আগেই অনেক বিক্রেতা দাম বাড়িয়ে ফেলেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ থাকা উচিত।

এই বাজারের বিক্রেতা কলিম উদ্দিন বলেন, এ বছর চট্টগ্রামের কয়েকটি উপজেলায় সবজির বাম্পার ফলন হয়েছে। যার ফলে বাজারে এখন মৌসুমি সবজির দাম কম। এটি আরও কয়েক সপ্তাহ থাকতে পারে।

গতকাল প্রতি কেজি আলু বিক্রি হয় ১০ থেকে ১২, ফুলকপি ২০ থেকে ২৫, বেগুন ৩০-৪০, মিষ্টি কুমড়া ১৫ থেকে ২০, মুলা ১০, শিম ২০ থেকে ৩০, টমেটো ২৫ থেকে ৩০, শিমের বিচি ৭০ থেকে ৮০ ও বরবটি ৬০ থেকে ৭০ টাকায়। প্রতি কেজি রুই মাছ ১৮০ থেকে ২২০, কাতলা ২৩০ থেকে ২৫০, রূপচাঁদা ৪০০ থেকে ৫০০, চিংড়ি ৩৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়। ফার্মের মুরগি প্রতি কেজি গতকাল বিক্রি হয় ১৫০ টাকায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর