শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইজতেমা ময়দানে টিনের চাল ধসে আহত অর্ধশত মুসল্লি

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর ইজতেমা ময়দানে গতকাল দুপুরে একটি একচালা টিনের ঘর ধসে পড়ে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, জুমার নামাজের পর বেলা সোয়া ২টার দিকে হঠাৎ টিনের ছাপরা ঘরটির চাল ধসে পড়ে। এতে সেখানে অবস্থানরত অর্ধশতাধিক মুসল্লি আহত হন। টঙ্গী ফায়ার সার্ভিস কর্মী ও ময়দানে থাকা অন্য মুসল্লিরা আহতদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠিয়েছেন। তিনি আরও বলেন, পুরান ওই ঘরটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।

ইজতেমা ময়দানের মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, জুমার নামাজের পর ইজতেমার সাথিরা ওই ছাপরাঘরে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ দমকা বাতাস বইলে ছাপরার চাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে ৩০-৩৫ জন মুসল্লি আহত হন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

টঙ্গী ৫০ শয্যার সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন জানান, আহতদের অনেকেই টিনের আঘাতে আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর