শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কুকুর নিধনের প্রতিবাদে ব্যতিক্রমী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বিষ প্রয়োগ করে কুকুর মেরে ফেলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছে প্রাণী কল্যাণ নিয়ে কর্মরত সংগঠনগুলো। গতকাল রাজধানীর সার্ক ফোয়ারার পাশে এক ব্যতিক্রমী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় কয়েকশ মানুষ। মানববন্ধন আয়োজনকারীরা প্রাণীদের প্রতি এই ধরনের আচরণ অমানবিক উল্লেখ করে বলেন, কুকুর নিধন ও প্রাণীদের দিয়ে নিষ্ঠুর খেলা প্রদর্শন বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও ২৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন বিষ প্রয়োগ করে শত শত কুকুরকে হত্যা করেছে। প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে। নিজরে পোষা কুকুরকে সঙ্গে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছেন শ্যামলী এলাকার ফাহিম রেজা। তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা বা আনুগত্যে কুকুর অন্য প্রাণীদের তুলনায় অনেক বেশি বিশ্বস্ত। অথচ আমরা তাদের ন্যূনতম মানবিক আচরণ দেখাতে পারিনি। এ ধরনের ঘটনা দুঃখজনক। পিপল ফর এনিমেল ওয়েলফেয়ারের চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, কুকুর নিয়ে সমস্যা রয়েছে এবং এ সমস্যা সমাধানের জন্য প্রকল্পও আছে। ঢাকায় কুকুরকে বন্ধ্যাকরণ ও জলাতঙ্ক টিকা দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্য বিভাগ থেকে যদি টিকা দেওয়া হয় ও বন্ধ্যাকরণের মাধ্যমে মানবিক উপায়ে সংখ্যা নিয়ন্ত্রণ করা হয় তাহলে তা মেনে নেওয়া যায়। কিন্তু এভাবে মেরে ফেলা মেনে নেওয়া যায় না। এদিকে, কুকুর নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরের সংখ্যা অন্তত এক লাখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর