শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইসলামী বিধান প্রতিষ্ঠা না হলে জঙ্গিবাদ নির্মূল হবে না : ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক

ইসলামের বিধান প্রতিষ্ঠিত না হলে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ বিভিন্ন অপতৎপরতা নির্মূল হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, ইসলামের পরিবর্তে মানুষের মনগড়া আইন-বিধান প্রতিষ্ঠিত থাকায় মানুষ ন্যায়বিচার বঞ্চিত হয়ে জান-মালের নিরাপত্তাহীনতাসহ দুর্ভোগে জড়িয়ে অশান্তিতে কাল কাটাচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসলামী সমাজ ঢাকা মহানগর আয়োজিত মুফতি কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও ইয়াছিনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আবু জাফর মুহাম্মাদ ইকবাল, মুহাম্মাদ আকিক হাবিবুজ্জামান, মুহাম্মাদ সুলাইমান কবীর, ইউসুফ আলী ও মুহাম্মাদ আসাদুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর