সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ মেয়রপুত্রের মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলাদেশ প্রতিদিনের বরিশালের নিজস্ব প্রতিবেদক রাহাত খানের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন সিটি মেয়র আহসান হাবিব কামালের একমাত্র ছেলে কামরুল আহসান রূপন। ২৬ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনের পেছনের পাতায় ‘বরিশাল সিটি চলে কার ইশারায়’ শিরোনামে প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে গতকাল দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এ মামলা করেন। মামলা নম্বর ৯৮/২০১৭। আদালতের ভারপ্রাপ্ত বিচারক অমিত কুমার দে আগামী ১২ মার্চ এ মামলার পরবর্তী তারিখ ধার্য করে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, বাদী রূপন সিটি করপোরেশনের মেয়রপুত্র এবং একজন শিক্ষিত সম্মানিত লোক। আসামি দীর্ঘদিন ধরে তার কাছে বাড়ি নির্মাণ বাবদ টাকা দাবি করে আসছিলেন। বাদী অনৈতিক অর্থ প্রদান না করায় আসামি তার ওপর ক্ষুব্ধ হন। এ কারণে আসামি ২৬ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মিথ্যা ও কুৎসামূলক সংবাদ প্রকাশ করেন। সংবাদে উল্লেখ করা হয়, সিটি করপোরেশনের টেন্ডার ভাগাভাগি, পছন্দের ঠিকাদারদের বিল ছাড়, করপোরেশনের অভ্যন্তরীণ বদলি-পদোন্নতিসহ সবকিছুতে হস্তক্ষেপ করেন মেয়রপুত্র। এ কারণে তিনি ‘ছায়া মেয়র’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। ওই সংবাদ পাঠ করে ওই দিন দুপুরে বাদীর উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং জীবন সংশয় দেখা দেয়। বাদীর মানসম্মান ও সামাজিক রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়। এ অপরাধের উপযুক্ত বিচার ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনে নেই বিধায় বাদী নিরুপায় হয়ে আদালতে নালিশি মামলা করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। মামলায় অভিযোগ আমলে নিয়ে প্রার্থিত ধারায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ সুবিচার প্রার্থনা করা হয়। বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম ইকবাল বলেন, প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে মেয়রপুত্র রূপন সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। এটি আইনিভাবেই মোকাবিলা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর