সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাবিতে গণিত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ গণিত সমিতি আয়োজিত স্কুল ও কলেজের গণিত শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শনিবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন ঢাবি উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর লুত্ফুজ্জামান, গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অমূল্য চন্দ  মণ্ডল, বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং প্রোগ্রামের আহ্বায়ক মো. কুতুব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর সাজেদা বানু। প্রোগ্রামের উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে গণিতকে আরও চমকপ্রদ এবং আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীর কাছে উপস্থাপনের দক্ষতা বাড়ানো। যাতে শিক্ষার্থীদের তারা গণিতের প্রতি আকৃষ্ট করে তুলতে পারেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর