সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

থেমে নেই রাস্তা খোঁড়াখুঁড়ি

বাদল নূর

থেমে নেই রাস্তা খোঁড়াখুঁড়ি

রাজধানীর হাজারীবাগ থানা এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে হাজারীবাগ পার্ক থেকে কোম্পানি ঘাট পর্যন্ত রাস্তায় দীর্ঘদিন ধরে চলছে খোঁড়াখুঁড়ির কাজ। সড়কের কয়েকটি স্থানে ড্রেনের পানি জমে আছে। রাস্তার ওপরে উঠে আছে ড্রেনের ঢাকনা। তেলিপাড়া রোডের অধিকাংশ লাইটপোস্টে বাতি জ্বলে না। নিলম্বর সাহা রোড এবং ভাগলপুর লেন সংলগ্ন সেকশন পুলিশ ফাঁড়ির কাছে সড়কে বিভিন্ন বাসাবাড়ির ময়লা স্তূপ করে রাখা হয়েছে। দুর্গন্ধে পথচারীদের দম বন্ধ হওয়ার উপক্রম। ওয়ার্ডের সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা হাজী মো. মজিবুর রহমান মজু বলেন, এলাকায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ড্রেন ভর্তি হয়ে থাকে ময়লা ও বর্জ্যে। পরিকল্পিতভাবে ড্রেন করলে এ সমস্যা হতো না। তা ছাড়া ওয়াসার পানিতে দুর্গন্ধ। গ্যাসের সমস্যাও প্রকট। হাজারীবাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাইমেন বয়ান বলেন, এলাকা ঘনবসতি হওয়ায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের পাশাপাশি এলাকাবাসীকে সচেতন হতে হবে। নিলম্বর সাহা রোড এলাকার বাসিন্দা মো. সোহেল জানিয়েছেন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় মাঝে মধ্যে না খেয়েই অফিসে যেতে হয়। ভাগলপুর এলাকার বাসিন্দা হারুন মিয়া বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ময়লা আটকে থাকে। আটকে থাকা ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়ভাবে জানা গেছে এলাকায় মাদক ব্যবসা চলছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে মাদক সেবন এবং বিক্রির সঙ্গে জড়িত। ওয়ার্ড কাউন্সিলর হাজী তরিকুল ইসলাম সজীব বলেন, যেসব রাস্তায় সমস্যা আছে সেসব দ্রুত সমাধানের কাজ চলছে। ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা, সমাধান করতে সময় লাগবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর