সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মামলার জট হ্রাসে সাফল্য অর্জিত হয়েছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মামলার জট হ্রাসে সাফল্য অর্জিত হয়েছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার দেশের আদালতে মামলার জট কমিয়ে বিচারকাজ ত্বরান্বিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। উচ্চ আদালতে মামলা জট কমাতে প্রধান বিচারপতি উদ্যোগ নিয়েছেন। আমার জানা মতে, প্রধান বিচারপতি আয়কর মামলা নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ করে দিয়েছেন। ২০১০ সালের আগের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বেঞ্চ গঠনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও আমার কাছে তথ্য রয়েছে। জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে গতকাল রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় সংসদের অধিবেশন শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর